হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালী প্রতিনিধি

অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নোয়াখালী জেলা শহরের সোনাপুর ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্যে ভেজাল, মূল্যতালিকা না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। তিনি বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। জরিমানার ও কারাদণ্ডের পাশাপাশি সব ব্যবসায়ীকে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সতর্ক করা হচ্ছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ও রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পৃথক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিট্যারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যগণ।

অভিযান সূত্রে জানা গেছে, রমজানকে পুঁজি করে জেলার বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে জেলা শহর মাইজদীর সোনাপুর বাজারে অভিযান চালান জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মূল্যতালিকা না থাকায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে একই অভিযোগে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ