নোয়াখালীতে ৩০ কেজি গাঁজাসহ জয়নাল আবেদীন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয়নাল আবেদীন লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের রফিক উল্যার ছেলে।
র্যাব জানায়, অভিযানকালে একটি প্রাইভেটকারের গতিরোধ করে র্যাব। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ভেতরে রাখা অবস্থায় ৮টি আলাদা বান্ডেল থেকে ৩০ কেজি গাঁজা জব্দ ও জয়নালকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জয়নাল জানান তিনি দীর্ঘদিন ধরে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর এক সহযোগীর সহায়তায় কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে এনে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সুধারাম মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।