হোম > সারা দেশ > নোয়াখালী

অর্ধশতাধিক পরিবারের মাঝে ‘আলোর মশালের’ ঈদসামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোয়াখালী হাতিয়া উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মশালের’ উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক পরিবারের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়। 

আলোর মশালের সদস্যরা জানান, রাত পোহালেই ঈদ। কিন্তু অভাবের সংসারে অনেকেরই ঈদের আনন্দ উদ্‌যাপনের সামর্থ্য নেই। তাই ঈদসামগ্রী দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। ঈদসামগ্রীতে সেমাই, চিনি, নুডলসসহ সাতটি আইটেম আছে বলেও জানান তাঁরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকৌশলী আনোয়ারুল ইসলাম রাশেদ বলেন, ‘সমাজ আজ দুষ্টচক্রে বন্দী। সর্বত্র অসহায়ের ওপর নির্যাতন-নিপীড়ন চলছে। সেখানে আলোর মশালের সদস্যদের মানবিক কর্মকাণ্ডে আমি অভিভূত।’ তিনি বলেন, ‘তোমাদের সমাজ বিনির্মাণের এই মিছিলে আমিও যুক্ত। আমৃত্যু আলোর মশালের সঙ্গে থাকব।’ 

ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন আলোর মশালের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল মাসুম। বিশেষ অতিথি ছিলেন নিঝুম ব্লাড ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল, সোনাদিয়া চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেদায়েতউল্ল্যাহ, বাংলাদেশ টুডের হাতিয়া প্রতিনিধি ছায়েদ আহমেদ, সময়ের আলোর হাতিয়া প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, আলোর মশালের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, গিয়াসউদ্দিন সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন রাজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর মশালের সভাপতি সোহেল রানা। 

আলোর মশালের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি রাজিব উদ্দিন, সহ সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক বাকের হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মেসকাত আল মামুন প্রমুখ।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ