হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৮ মিলি বৃষ্টিতে জলাবদ্ধতা, শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

ভারী বৃষ্টিতে নোয়াখালী পৌর এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২১৮ মিলি বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। আর এ বৃষ্টিতে নোয়াখালী পৌর এলাকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছে মানুষজন।

আজ বুধবার বিকেলে স্কুল ছুটি হওয়ার পর আল ফারুক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা জলাবদ্ধতা নিরসন ও সড়ক মেরামতের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। একই সঙ্গে জলাবদ্ধতার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উদাসীনতাকেও দায়ী করেন তাঁরা।

এদিকে গতকাল মঙ্গলবার বেলা ৩টা থেকে আজ বেলা ৩টা পর্যন্ত থেমে থেমে হওয়া বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে নোয়াখালী পৌর এলাকা। এতে দুর্ভোগে পড়েছে পৌর নাগরিক, পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে শহরের মাইজদী লক্ষ্মীনারায়ণপুর, ফকিরপুর, হাউজিং ও জেলখানা, ফকিরপুর, হাউজিং, লক্ষ্মীনারায়ণপুর, সার্কিট হাউস সড়ক, ফ্ল্যাট রোড ও আল-ফারুক স্কুল সড়কে জলাবদ্ধতা দেখা দেয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা শুরুর আগে পৌর শহরের নালাগুলো পরিষ্কার করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়।

জলাবদ্ধতা নিরসন ও সড়ক মেরামতের দাবিতে আল ফারুক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। ছবি: আজকের পত্রিকা

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় জেলা শহরে ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। থেমে থেমে কিছু সময় পরপর বৃষ্টি হচ্ছে।

জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, ইতিমধ্যে পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসিসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। চলতি বর্ষায় যাতে করে জলাবদ্ধতা স্থায়ী না হয়, সে জন্য প্রত্যেকটি দপ্তর কাজ করছে।

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ