হোম > সারা দেশ > নোয়াখালী

কবিরহাটে বাড়ি থেকে তুলে নেওয়া স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৮

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বাড়ি থেকে তুলে নেওয়া স্কুলছাত্রীকে (১৪) কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মাইক্রোবাসসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন মিয়া (৪০), হাছান (২০), আলা উদ্দিন ইমন (২৫), মিজানুর রহমান মিজান (২৮), আব্দুর রহিম (২০), সাবের হোসেন সাব্বির (২১), গাড়িচালক সাগর (২৮) ও চালকের সহযোগী ইয়াছিন আরাফাত সাকিব (২৩)।

অভিযোগ সূত্রে জানা গেছে, নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন সুমন মিয়া। গতকাল সোমবার ইফতারের সময় কয়েকজন সহযোগী নিয়ে ওই ছাত্রীর গ্রামের বাড়ি যান সুমন। এ সময় তাঁরা ওই ছাত্রীকে তুলে নিতে চাইলে মা ও ভাবি বাধা দেন। তাঁদের মারধর করে টেনেহিঁচড়ে ওই ছাত্রীকে তুলে নিয়ে যান তাঁরা। এ সময় ঘর থেকে মোবাইল ফোন, স্বর্ণ ও নগদ টাকা লুটে নেওয়ার অভিযোগ করা হয়। পরে রাতেই ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কবিরহাট থানায় মামলা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে মেয়েকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের ওপর একটি মাইক্রোবাস থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধারসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ