হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ভাই-বোন নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই অটোরিকশা যাত্রী। 

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা-নোয়াখালী মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বগাদিয়া এলাকার বশির আহম্মদের মেয়ে বিউটি আক্তার (২৪) ও তাঁর ছেলে ইয়াছিন আরাফাত (১৮)। 

স্থানীয়রা জানান, দুপুরে ঢাকা থেকে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। ভ্যানটি সোনাইমুড়ী পৌরসভার বগাদিয়া এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশাটিতে থাকা দুই ভাই-বোন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বজরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীকালে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা