নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ রেকর্ড ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ২ আগস্ট ২৯৩ এবং ৮ আগস্ট ২৯২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ।
আজ বুধবার জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩ জন। তাঁদের মধ্যে বেগমগঞ্জে মারা গেছেন ১ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামে ১২০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ২ জন।
ডা. নিরুপম দাশ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন। তাঁদের মধ্যে ৩ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ২৬ জন পুরুষ ও ৫২ জন নারীসহ মোট ৭৮ জন চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ডা. মাসুম ইফতেখার বলেন, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২০০ জনের। মারা গেছেন ২০৭ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৪০ জন। সবশেষ তিনটি পিসিআর ল্যাবে ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সদর উপজেলায় ১০৫ জন ও সোনাইমুড়ীতে ৬৯ জন রয়েছেন। আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৫৩ জন।