হোম > সারা দেশ > নোয়াখালী

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, সেনবাগের বিএনপি নেতা আটক

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে প্রধানমন্ত্রীকে কটূক্তির ঘটনায় ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুর রহমানকে (৫৮) ঢাকার পল্টনের একটি আবাসিক হোটেল থেকে আটক করেছে সেনবাগ থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে সেনবাগ থানার ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকার ওই হোটেল থেকে আবদুর রহমানকে আটক করেন। পরে আজ রোববার তাঁকে সেনবাগ থানায় নিয়ে আসা হয়।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় আবদুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ছাতারপাইয়া চেয়ারম্যান মার্কেটে স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে বক্তব্য দেন। তাঁর ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে। শুক্রবার থেকে তাঁকে আটকের জন্য অভিযান পরিচালনা করে সেনবাগ থানার পুলিশ। তিনি তখন গা ঢাকা দিলেও আটক করা হয় আবদুর রহমানের ছেলে নাজমুল হাসান হৃদয়, কেশারপাড় গ্রামের ইয়াসিনের ছেলে ইসমাইল হোসেন রাকিব ও বসন্তপুর গ্রামের জালাল আহমদের ছেলে জুনায়েদকে।

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান