হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় জাটকাসহ আটক ৮ জেলে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে আট জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২০ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। 

আজ শুক্রবার সকালে আটকদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকার মেঘনা নদী থেকে তাঁদের আটক করা হয়। 

আটকেরা হলেন—ভোলার সদর উপজেলার রাজাপুর গ্রামের আবদুল খালেকের ছেলে নাজি উদ্দিন মাঝি (৩৩), মেদুয়া গ্রামের আবদুল বারেক মাতব্বরের ছেলে আমির হোসেন (৩০), একই গ্রামের দুলাল উদ্দিনের ছেলে আজাদ (২০), আবু সাইদের ছেলে হিরণ (২২), কবির ব্যাপারীর ছেলে কামাল (৩৩), আজিজ সর্দারের ছেলে আমজাদ হোসেন (৩২), আরব আলী মাঝির ছেলে জাহাঙ্গীর (৩৩) ও আবদুল জব্বার ব্যাপারীর ছেলে আবুল কাশেম (৪৫)। 

পুলিশ জানায়, জাটকা ইলিশ নিধনকারী ও কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বিকেলে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় হাতিয়া নৌ-পুলিশ। বাংলাবাজার এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে নদীতে পাতা অবস্থায় ৩ হাজার মিটার কারেন্ট জাল ও একটি ট্রলারসহ আট জেলেকে আটক করে। জব্দ ট্রলার থেকে ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। 

নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন জানান, জব্দ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। নদীতে কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু