হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতাকে শোকজ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের একদিন পরই কমিটির সদস্য সচিবসহ তিন নেতাকে শোকজ করেছে নোয়াখালী জেলা বিএনপি। গত শুক্রবার জেলা বিএনপি উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ার পর রোববার তিন নেতাকে এই শোকজ দেওয়া হয়। 

শোকজ করা তিন নেতা হলেন, সদ্য গঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, সদস্য আবদুল হক শাহাজাহান ও মানছুরুল হক বাবর। 

জানা যায়, গত রোববার সকালে ঘোষিত কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন সরকারি দলের ছত্র ছায়ায় নেতা কর্মীদের ভুল বুঝিয়ে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে মিছিলের আয়োজন করে। এতে অশালীন মর্যাদা হানিকর স্লোগান দেওয়া হয়েছে। যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রত্যক্ষভাবে জড়িত থেকে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। 

দলীয় প্যাডে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ অ্যাড. আবদুর রহমান স্বাক্ষরিত রোববার শোকজের ওই চিঠির অনুলিপি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকেও দেওয়া হয়েছে। অনুরূপ শোকজ সংবলিত চিঠি অপর দুই নেতা আবদুল হক শাহজাহান ও মানছুলরুল হককেও দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে সদ্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন মুঠোফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অচিরেই সংবাদ সম্মেলন করে তিনি পদ ত্যাগ করবেন বলে জানিয়েছেন। 

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ