হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে দুদকের মামলায় ব্যাংকের সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একসঙ্গে তাদের দুজনকে ২ লাখ ৫৫ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বৃহস্পতিবার জেলার বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কাশেম রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তার না হওয়ায় আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-গ্রামীণ ব্যাংকের লক্ষ্মীপুর জেলার চণ্ডীপুর শাখার সাবেক কেন্দ্র ব্যবস্থাপক ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বল্লভপুর গ্রামের মো. জব্বর আলীর ছেলে তৌফিক আহামেদ এবং একই শাখার সাবেক ম্যানেজার ও বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখা গ্রামের নোয়াব আলীর ছেলে মো. আমীরুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা একে অন্যের সঙ্গে যোগসাজশে ভুয়া সদস্যদের নামে ঋণ মঞ্জুর দেখিয়ে ২ লাখ ২৩ হাজার ৮৪৬ টাকা এবং জিপিএস কিস্তির ১৬ হাজার ৪৪৬ টাকাসহ মোট ২ লাখ ৪০ হাজার ২৯২ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় গত ২০১৪ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি অধিকতর তদন্তের জন্য পরবর্তীতে দুদকে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সাবেক সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দুদক আইনজীবী আবুল কাশেম আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের উভয়কে দণ্ডবিধির ৪০৯ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন। আসামিদের গ্রেপ্তারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তাদের রায় কার্যকর হবে।’

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট