হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে সিএনজি-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. বাবুল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে সোনাইমুড়ী স্কুল সড়কের ইমন মেটাল ওয়ার্কশপের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিচালকসহ আরও দুই যাত্রী আহত হয়েছেন। 

নিহত বাবুল লক্ষ্মীপুর জেলার রামগতির মধ্য চরমার্টিন গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন। সোনাইমুড়ী চৌরাস্তা আইডিয়াল স্কুল এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন বাবুল। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজ সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি (মিশুক) নিয়ে সড়কে বের হন বাবুল। সকাল ৮টার দিকে যাত্রী নিয়ে সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান অটোচালক বাবুল। 

এ সময় সিএনজিচালকসহ আরও দুই যাত্রী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর গাড়ি দুটি জব্দ করা হয়েছে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম