হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত তিন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে আটটায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৬৮), বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মেহেদী সাকিব (১৮) ও ওমর ফারুক সানি (২৫)। 

মারধরের শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, ‘রোববার রাত পৌনে আটটার দিকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। পথে স্থানীয়রা জানান বাদশা নামে এক ছেলে ও তার সহযোগীরা আমার নাতি সাকিবকে মারধর করতে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এ খবরে বাদশাকে একটি থাপ্পড় দিই। এ সময় কিশোর গ্যাং লিডার মো. মোহন (১৮) ও জয়সহ ১০-১৫ জন উপস্থিত ছিল।’ 

বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, ‘একপর্যায়ে কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা বাদশাকে থাপ্পড় দেওয়ার কারণ জানতে চেয়ে আমাকে মারধর করে। এ ঘটনায় আমার নাতি সাকিব ও সানি আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান