হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া উপজেলার মোহাম্মদ আলী কলেজ মাঠে চ্যাম্পিয়ন দল উত্তর জোড়খালী বেস্ট একাদশের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদ আলী কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চানন্দী স্পোর্টস একাডেমি ও উত্তর জোড়খালী বেস্ট একাদশ। নির্ধারিত মিনিটে কোন দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। যাতে ২-৪ গোলে চানন্দী স্পোর্টস একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উত্তর জোড়খালী বেস্ট একাদশ।

রানার্স আপ দল চানন্দী স্পোর্টস একাডেমির হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এম শাহীন আলমের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশীদ আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুল আমিন খান, সাবেক ছাত্রনেতা ভিপি সাজ্জাদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল ৪টি গ্রুপে ১২টি দলের অংশগ্রহণের মাধ্যমে এ টুর্নামেন্ট শুরু হয়।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা