হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন অটোরিকশার যাত্রী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাট বাজারসংলগ্ন কলোনির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকরে নাম মো. রাজিব (২৫)। তিনি চাঁদপুর জেলার চাঁদপুর গ্রামের মো. শরীফের ছেলে। রাজিব হাতিয়ার ভাসানচর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ বলছে, সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের ভূঁইয়ার হাট বাজারসংলগ্ন কলোনি রাস্তার মাথা এলাকায় রাস্তার ওপর ধানের বিচালি শুকাতে দেওয়া ছিল। কুয়াশায় রাস্তা পিচ্ছিল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী অটোরিকশা ও হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার তিনজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় রাজিবকে উদ্ধার করে স্থানীয় লোকজন প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহতের বাবা মো. শরীফ আজকের পত্রিকাকে জানান, ভাসানচরে দোকানে কাজ করতেন ছেলে রাজিব। বন্ধুর বিয়েতে যোগ দিতে রাতে তিনি বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে দুর্ঘটনায় শিকার হয়ে নিহত হন। কারও বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ না থাকায় ছেলের লাশ নিয়ে রাতে বাড়ি ফেরেন তিনি।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেব।’

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ