হোম > সারা দেশ > নোয়াখালী

বিদ্যুতায়িত হয়ে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তৌহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির বড় ভাই রবিউল ইসলাম (৯) গুরুতর আহত হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর এলাকার দুলা মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত তৌহিদুল ইসলাম ও আহত রবিউল ইসলাম দুলা মিয়ার বাড়ির নুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির পর অন্য ছেলেদের সঙ্গে বাড়িতে খেলছিল দুই ভাই। বেলা ১১টার দিকে নিজেদের বসতঘরের পাশের একটি সুপারিগাছের নিচে খেলা করার সময় দুই ভাই সুপারিগাছ বেয়ে ঘরের টিনের ওপর ওঠার চেষ্টা করে। এ সময় দুই ভাই বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত রবিউলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে, বসতঘরে বিদ্যুৎতের তার থেকে তাদের ঘরের টিন বিদ্যুতায়িত হয়েছিল। গাছ বেয়ে দুই ভাই টিনের চালে উঠলে বিদ্যুতায়িত হয়। নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ