হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় নির্বাচনী সহিংসতায় হাতের কব্জি হারাল যুবক

হাতিয়া প্রতিনিধি

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে উভয়পক্ষের অন্তত ১১জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে প্রতিপক্ষের হামলায় একজনের হাতের কব্জি কাটা পড়েছে। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় বুড়িরচর ইউনিয়নের ইব্রাহিম মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন বুড়িরচর ৮নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান, গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর, হেজু মিস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন, সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল, ইউছুফের ছেলে আমির হামজাসহ ১১জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার শেষ দিন শনিবার সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের লোকজন পথসভা করার উদ্দেশ্যে সাগরিয়া বাজারের দিকে আসছিল। ইব্রাহিম মার্কেট এলাকায় পৌঁছলে তাতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়।

স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, তাদের পূর্ব নির্ধারিত পথসভা যাওয়ার পথে নৌকা প্রতীকের প্রার্থী জিয়া আলী মোবারক উল্যার সমর্থকরা তাতে হামলা চালায়। হামলাকারীরা আমার সমর্থক জহির উদ্দিন বাবরের হাতের কব্জি কেটে দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারক বলেন, আমার লোকজনের উপর প্রথমে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হামলা করে। পরে দুই গ্রুপের মধ্যে সংঘঘর্ষ হয়।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে ঘটনায় কেউ থানায় এখনও অভিযোগ করেনি।

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান