নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করায় ৩০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাঁদের দুটি মাছ ধরার ট্রলার ও ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে ট্রলার দুটির মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রোববার ভোরে উপজেলার মেঘনা নদীর চেয়ারম্যান ঘাট এলাকা থেকে এসব ট্রলার জব্দ ও জেলেদের আট করা হয়। মাছগুলো এতিম ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়। জরিমানা করার পর ট্রলার ও মুচলেকা নিয়ে জেলেদের ছেড়ে দেওয়া হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, আটক ট্রলার দুটিকে সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়।