হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৪২

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ ও চাটখিল উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নোয়াখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে এক, হোম আইসোলেশনে দুই ও ঢাকা নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫২। এদিকে জেলায় নতুন করে আরও ১৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬৮ শতাংশ। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

ডা. মাসুম ইফতেখার জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার বেগমগঞ্জে দুই ও চাটখিল উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৯৫টি নমুনা পরীক্ষা করে ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৩০৩। এর মধ্যে মারা গেছেন ১৫২ আর সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৫৩ জন রোগী। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৩৯৯ জন। শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৮০ জন রোগী। জেলায় সংক্রমণের হার কমাতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। জনসচেতনতায় মাইকিং ও প্রচার–প্রচারণা চালানো হচ্ছে।

এদিকে লকডাউনের শুরু থেকে জেলায় কঠোরতা থাকলেও বর্তমানে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। পৌর এলাকায় মানুষের উপস্থিতি কম থাকলেও বাইরের বাজারগুলোতে মানুষের উপস্থিতি লক্ষ করার মতো। সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন। গ্রামাঞ্চলের বেশির ভাগ দোকানপাট খোলা। মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর ও স্কাউটের সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। লকডাউন অমান্য করায় বৃহস্পতিবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম খান জানান, লকডাউন কার্যকর ও জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে জেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানকালে আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯১টি মামলায় ৬৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের