হোম > সারা দেশ > নোয়াখালী

তাবলিগ জামাতে কুড়িগ্রামের যুবক বেগমগঞ্জে, মসজিদের পাশে মিলল ঝুলন্ত লাশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে একটি মসজিদের পাশের আমগাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে ওই যুবক তাবলিগ জামায়াতের একটি দলের সঙ্গে কুড়িগ্রাম থেকে নোয়াখালী গিয়েছেন বলে জানা গেছে। 

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। 

আজ রোববার দুপুরে উপজেলা আমান উল্লাহপুর ইউনিয়নের বোখারি জামে মসজিদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

যুবকের নাম মাহাদী হাসান (২০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার উত্তর বড়ভিটা গ্রামের শামসুল হক পলাশের ছেলে। তিন দিন আগে কুড়িগ্রাম থেকে ১৪ জনের তাবলিগ জামাতের একটি দলের সঙ্গে তিনি নোয়াখালী আসেন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত বৃহস্পতিবার দুপুরে দেশের বিভিন্ন স্থান থেকে ১৪ জনের একটি তাবলিগ জামাত আমান উল্লাহপুর বোখারি জামে মসজিদে আসে। আজ (রোববার) ভোর সাড়ে ৫টার দিকে ওই মসজিদের পার্শ্ববর্তী একটি আমগাছের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মাহাদীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে কুড়িগ্রাম থেকে এক পুলিশ কর্মকর্তা প্রথমে বিষয়টি আমাকে মোবাইল ফোনে অবগত করেন। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

ওসি আরও বলেন, ‘ওই যুবক তাবলিগ জামাতের সঙ্গে এখানকার মসজিদে এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাহাদী হাসান আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬