হোম > সারা দেশ > নোয়াখালী

সেনবাগে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে দোকান তৈরির কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. রিপন (৩৬) ও নাছির উদ্দিন (২৮) নামে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় নুর হোসেন (২৭) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ছাতারপাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিলাদি উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মো. রিপন চিলাদি উত্তর পাড়া গ্রামের উদানিয়া বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে ও মো. নাছির উদ্দিন পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বকরের ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় চিলাদি উত্তর পাড়ায় আবু সওদাগরের বাড়ির সামনে আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য আরসিসি স্ল্যাব ও কলাম তৈরির কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। তখন লম্বা একটি লোহার রড কলামে বসাচ্ছিলেন নির্মাণ শ্রমিক রিপন ও নাছির। অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক প্রধান লাইনের তারের সঙ্গে রডটি লেগে যায়। এতে তাঁরা দুজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘটনাস্থলে থাকা মো. নুর হোসেন গুরুতর আহত হলে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মৃতদেহ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান