হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে চেতনানাশক খাইয়ে ইমামের বাড়িতে চুরি

নোয়াখালী (সুবর্ণচর) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের পেশ ইমাম ও তাঁর পরিবারের সদস্যদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার রাতে চর আমান উল্লাহ ইউনিয়নের সাতাশ দ্রোণ গ্রামে এ ঘটনা ঘটে বলে পরিবারের স্বজনেরা জানিয়েছেন।

নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন মো. দেলোয়ার হোসেন (৪২), মাছুমা খাতুন (৩৫) ও আবু দাউদ (৩)। হাফেজ মাওলানা মো. দেলোয়ার হোসেন সাতাশ দ্রোণ জামে মসজিদের পেশ ইমাম এবং একই এলাকার বাসিন্দা।

তাঁদের আত্মীয় আহমেদ উল্লা বলেন, গতকাল রাত ১১টার দিকে দেলোয়ার হোসেনের পরিবারের লোকজন রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্ত চক্র কৌশলে আগেই তাঁদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রেখেছিল। পরে সবাই অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা শোবার ঘরের দরজা খুলে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্তত ৪ লাখ টাকার মালামার নিয়ে যায়।

আহমেদ উল্লা জানান, শুক্রবার সকালে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চর আমান উল্লাহ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ওই ইমামের বাড়ির পাশে শ্বশুরবাড়ি। পাশের নানাবাড়িতে থাকা পাঁচ বছর শিশু এসে মা-বাবাকে ডাকলে কেউ ঘুম থেকে না ওঠায় কান্নাকাটি করতে থাকে শিশুটি। তার চিৎকারে প্রতিবেশীরা এসে অজ্ঞান অবস্থায় দেখতে পান।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ