নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দ্রুত গতির একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচটি দোকানে ঢুকে পড়ে। এতে অনন্ত পক্ষে ১০ জন আহতের হয়েছেন। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আজ বৃহস্পতিবার বিকেলে ৫টায় উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কের সিরাজপুর ইউনিয়নে লোহারপোল বাজারে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূঁইয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কবিরহাট থেকে বসুরহাট গামী দ্রুতবেগে আল আকিব নামের বসুরহাট সুপার সার্ভিসের একটি বাস আসছিল। লোহারপোল বাজারে অতিক্রম করার পূর্বেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মার্কেটের দোকানের ভেতর সরাসরি ঢুকে পড়ে। এতে মালেক স্টোর, ওয়াহিদ স্টোর, লিটন স্টোর, সোহাগ স্টোর ও জননী বেডিং নামের পাঁচটি দোকানে ঢুকে ব্যাপক ক্ষতি হয় এবং দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যান। এ নিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।