হোম > সারা দেশ > নোয়াখালী

দেশে কেউ আ.লীগকে পুনর্বাসন করতে পারবে না: হান্নান মাসউদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বক্তব্য দেন আব্দুল হান্নান মাসউদ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার কৃতী সন্তানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় হান্নান এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানে অধ্যয়নরত দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে হান্নান জানান, গত বছর জাতীয় সংসদ নির্বাচনের পর কেউ কোথাও মিছিল করতে পারেননি। তাঁরা মুষ্টিমেয় কয়েকজন মিলে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন। গত চার বছর আগ থেকে যখন অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছেন, তখনো তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন।

হান্নান বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গুলি খেয়ে এর দুই দিন পর আবারও রাস্তায় নেমেছি। নিজের জীবন বাজি রেখে আওয়ামী লীগকে বিতাড়িত করেছি। তাই বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারবে না।’

এনসিপির এই নেতা বলেন, ‘আমার পাশেও যদি কোনো আওয়ামী লীগ থাকে, তাহলে আপনারা আমাকে তাদের চিহ্নিত করতে সহযোগিতা করবেন। কারণ, আমার পাশে কেউ পিঠ বাঁচাতে, আবার কেউ পেট বাঁচাতে আসবে। আপনারা যদি বলেন, এই মানুষটি সাধারণ মানুষের ওপর কখনো জুলুম করেছে বা অত্যাচার করেছে, সে যে-ই হোক তাকে আমার পাশে রাখব না। কোনো ধরনের সন্ত্রাসী, কোনো ধরনের অত্যাচারী আমার পাশে জায়গা পাবে না।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাহাদ উদ্দিন। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেওয়াজ শরীফ ওয়াজেদ, আনিস মাহমুদ সাকিব, ইসমাইল হোসেন, আব্দুর রব নাসিম, তাহমিদ তাজওয়ার হোসাইন, তাওফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক তানভীর শরীফ, আন্দোলনের হাতিয়া প্রতিনিধি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসূফ রেজা, ঢাকা জজকোর্টের আইনজীবী মতিউর রহমান প্রমুখ।

বক্তারা আধুনিক হাতিয়া বিনির্মাণে শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়ন, যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতির বদলসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা হান্নানের কাছে তুলে ধরেন।

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের