হোম > সারা দেশ > নোয়াখালী

বিএনপি ভোট বর্জন করেছে আর জনগণ তাদের বর্জন করেছে: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল কাদের বলেছেন, ‘আজ ভোটকেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই প্রমাণ করে যে, মানুষ ভোটের পক্ষে আছে। বিএনপি ভোট বর্জন করেছে, আজ জনগণ তাদের বর্জন করেছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

কাদের আরও বলেন, বিএনপি আন্দোলনে পরাজিত হয়েছে। সারা বাংলাদেশে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষের উপস্থিতি প্রমাণ করছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রচণ্ড শীত উপেক্ষা করেও বিপুলসংখ্যক ভোটার উৎসবমুখর পরিবেশে এসে ভোট দিচ্ছেন। তা দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকেরাও দেখতে পাচ্ছেন। গণতন্ত্রের প্রাণ ও সৌন্দর্য হচ্ছে নির্বাচন। এত দিন সবাই শুনেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক, ফ্রি-ফেয়ার হবে না। এখন সবাই দেখতে পাচ্ছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এবং প্রচণ্ড শীত উপেক্ষা করে নির্বাচনে ভোট দিতে এসেছেন। এটাই নির্বাচনের সার্থকতা, গণতন্ত্রের সৌন্দর্য।’

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬