হোম > সারা দেশ > নোয়াখালী

পেটে ভরে ইয়াবা পাচার: কোলের সন্তান নিয়ে কারাগারে নারী 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ইয়ারপুর এলাকা থেকে এক নারী বাসযাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাঁর পেটের ভেতরে বহন করা ৩ হাজার ২৪০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে ওই নারীর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওই নারীর নাম সীমা আক্তার (২২)। তিনি কক্সবাজারের টেকনাফের হোয়াইটকং ইউনিয়নের সাতঘরিয়াপাড়া গ্রামের ফকির আহমদের মেয়ে এবং ওই এলাকার ইসমাইল হোসেন ওরফে শাহ আলমের স্ত্রী। ওই নারীকে গ্রেপ্তারের সময় তাঁর সঙ্গে একটি শিশুসন্তান ছিল। পরে ওই শিশুকেও তার সঙ্গে রাখা হয়েছে। 

অভিযানের সঙ্গে যুক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র বলছে, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নোয়াখালী সদরের বিনোদপুর এলাকার উদ্দেশে এক নারী আসছেন বলে গোপন সংবাদ ছিল। পরে সোমবার রাতে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ইয়ারপুর এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় ফেনী থেকে মাইজদীর উদ্দেশে ছেড়ে আসা বাঁধন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তখন বাস থেকে সীমা আক্তার নামের ওই নারীকে তাঁর শিশুসন্তানসহ আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ ও দেহে তল্লাশি চালিয়ে কোনো ধরনের মাদকদ্রব্য না পেয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি স্বীকার করেন যে তাঁর পেটের মধ্যে ইয়াবা রয়েছে।’ 

পরে তাঁকে মাইজদী এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে এক্স-রে করে নিশ্চিত হয়ে চিকিৎসকের সহযোগিতায় ওষুধ সেবনের মাধ্যমে ৭২টি প্যাকেটে ইয়াবা জব্দ করা হয়। প্রতি প্যাকেটে ৪৫টি করে মোট ৩ হাজার ২৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ আজকের পত্রিকাকে জানান, ‘সীমা আক্তার বিশেষ কায়দায় পেটে করে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করেন। ইয়াবার এই চালান বিনোদপুরের এক কারবারির কাছে হস্তান্তর করতে তিনি নোয়াখালীতে আসেন। সীমা এবং বিনোদপুরের ওই কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা