হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে দুপক্ষের সংঘর্ষে আহত ১৬ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহর মাইজদীর হরিনারয়ণপুর উচ্চবিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। 

আহতদের মধ্যে, মাঈন উদ্দিন সাজু (৩৮), তাজুল হক (৩০), স্বপন (৫০), মিজান (৩৪) ও কামাল হোসেন (৩৬) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা সবাইয় বিজয়ী প্রার্থী আরমান চৌধুরীর সমর্থক। অন্যান্য আহতেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। 

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টা থেকে সদরের হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ২টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। সদস্য পদে ঘুড়ি প্রতীক নিয়ে ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন শওকত রেজা চৌধুরী আরমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন পান ৮৪ ভোট। 

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রের সামনে জয় উল্লাস করার সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে জয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। 

বিজয়ী প্রার্থী শওকত রেজা চৌধুরী আরমান অভিযোগ করে বলেন, ‘ফলাফল ঘোষণার পর হেরে গিয়ে কামাল উদ্দিনের নেতৃত্বে তাঁর সমর্থকেরা অস্ত্র নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আমার সমর্থকেরা আহত হন। বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতা-কর্মীদের জানানো হয়েছে।’ 

এ বিষয়ে জানতে পরাজিত প্রার্থী কামাল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহিত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬