হোম > সারা দেশ > নোয়াখালী

সেনবাগে ছাত্রদল নেতা রুবেল গ্রেপ্তার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার গভীররাতে তাঁকে গ্রেপ্তার করেন এসআই সাইফুল ইসলাম।

জানা যায়, গত শুক্রবার নোয়াখালী জেলা কমিটি সেনবাগ উপজেলা ছাত্রদলের ২১ সদস্যের আহ্বায়ক  কমিটি ঘোষণার পর থেকে নবগঠিত কমিটি বাতিলের দাবি জানানো হয়। দাবিতে সেনবাগের বিভিন্ন স্থানে পদবঞ্চিত নেতা–কর্মীরা ঝাড়ুমিছিল, বিএনপি কার্যালয়ে তালা লাগানো, বিক্ষোভসহ সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবশেষ গতকাল রোববার বিকেলে পৌরশহরের দক্ষিণ বাজারে বিএনপি কার্যালয়ে পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতা–কর্মীরা তালা ঝুলিয়ে দেয়। পরে সন্ধ্যায় নবগঠিত কমিটির আহ্বায়ক  সানা উল্যার নেতৃত্বে কর্মীরা ছাত্রদলের একাংশ তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। 

এ ঘটনায় উপজেলার মোহাম্মদপুর গ্রামের নিজ বাড়ি থেকে নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক  ফখরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করা হয়। বিনা ওয়ারেন্টে রুবেলকে গ্রেপ্তার করায় বর্তমানে সেনবাগে দ্বিধাবিভক্ত বিএনপি, ছাত্রদলের একাংশের নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। 

পদবঞ্চিত নেতারা আজকের পত্রিকাকে বলেন, পদবঞ্চিতদের আন্দোলনকে পরিকল্পিতভাবে দমিয়ে রাখতে দলের অপরাংশের নেতারা জড়িত। 

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করে বলেন, সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটি নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলসহ বিএনপি কার্যালয়ে তালা লাগানোর ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় রুবেলকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁকে নোয়াখালী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা