হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. নুরুল হক ওরফে বাচ্চু মিয়া (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে চরজব্বার-সোনাপুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। চরজব্বার থানার উপপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. নুরুল হক উপজেলার ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নের ১ নম্বর চরজুবিলী গ্রামের বানুর বাপেরগো বাড়ির মৃত আবদুর লতিফের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, ফজর নামাজ পড়তে বের হয়েছিলেন মো. নুরুল হক। চরজব্বার-সোনাপুর নোয়াখালী মহাসড়ক পার হওয়ার সময় কোনো একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁর রক্তাক্ত দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক মৃত ঘোষণা করার পর বাড়িতে নিয়ে যায়। 

চরজব্বার থানার উপপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার পর পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছেন। তবে পুলিশ এখনো এলাকায় রয়েছে। পরিবারের লোকজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অনুরোধ করায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬