হোম > সারা দেশ > নোয়াখালী

কৃষক সেজে হত্যা মামলার আসামি গ্রেপ্তার করল পুলিশ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষক ও দিনমজুর বেশে আলোচিত সৌরভ হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার উড়ির চরের একটি ধানখেত থেকে আজ রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন চরএলাহী ইউনিয়নের চর বালুয়া ৬ নম্বর ওয়ার্ডের ছাবের মাঝির ছেলে।

কৃষক ছদ্মবেশে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন।

ওসি সাজ্জাদ রোমন জানান, তাঁর নেতৃত্বে কৃষক বেশে এসআই রেজাউল, এসআই আশরাফ, এএসআই ইউসুফ উড়ির চরের একটি ধান খেতে কাজ করার সময় আলমগীরকে গ্রেপ্তার করে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যা মামলার ওয়ারেন্টসহ তিনটি ওয়ারেন্ট রয়েছে।

ওসি জানান, ২০২০ সালের ফেব্রুয়ারিতে হত্যাকারীরা গলা কেটে হত্যা করে সৌরভকে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে নিহতের পরিবার। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আলমগীর হোসেন ওয়ারেন্টভুক্ত হয়। কিন্তু তিনি দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে সৌরভকে কে বা কারা ডাক দেয়। পরে তিনি বাড়ি থেকে বাইরের দিকে গেলে হত্যাকারীরা তাঁকে প্রথমে এলোপাতাড়ি মারধর করে। এ সময় হত্যাকারীরা তাঁর ভায়রা ভাইকেও মারধর করে। সৌরভের ভায়রা ভাইয়ের মাথা ফেটে গেলেও তিনি সেখান থেকে পালিয়ে চলে আসতে সক্ষম হন। কিন্তু সৌরভ আসতে পারেননি। একপর্যায়ে হত্যাকারীরা সৌরভের গলা কেটে তাঁকে হত্যা করে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ