হোম > সারা দেশ > নোয়াখালী

মজা করে ৯৯৯-এ কল, স্ত্রী ধর্ষণের মিথ্যা তথ্য দেওয়ায় স্বামী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

‘আমার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন’ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে এমন তথ্য দেওয়ার পর তা মিথ্যা প্রমাণিত হওয়ায় নোয়াখালীর সদরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আনোয়ার হোসেন (৩৫)। এর আগেও একাধিক বার তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানায় পুলিশ। 

আজ শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন জেলার সদর উপজেলার দক্ষিণ শুল্লকিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। 

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে নোয়াখালী সুধারাম মডেল থানায় তথ্য দেওয়া হয় দক্ষিণ শুল্লকিয়া গ্রামের এক গৃহবধূ (২৮) ধর্ষণের শিকার হয়েছেন। কল দিয়ে পুলিশি সহযোগিতা চান স্বামী আনোয়ার। এমন সংবাদের ভিত্তিতে রাতে সুধারাম মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি প্রাথমিক তদন্ত করে মিথ্যা বলে প্রমাণ পায় পুলিশ। মজা করতে গিয়ে ৯৯৯ এ কল দিয়ে এমন তথ্য দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আনোয়ার হোসেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত আনোয়ার ৯৯৯ এ কল দিয়ে মিথ্যা তথ্যের মাধ্যমে সরকারি কাজের অসহযোগিতা ও পুলিশকে হয়রানি করেছে। এর আগেও আনোয়ার এ রকম একাধিক ঘটনা ঘটিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ 

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের