হোম > সারা দেশ > নোয়াখালী

চায়ের দোকানে ঢুকে পড়ল পাওয়ার টিলার, নিহত ২ 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে চায়ের দোকানে পাওয়ার টিলার ঢুকে দুজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে চরজব্বার-সোনাপুর সড়কের সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হন। ঘটনার পর দ্রুত পালিয়ে যান গাড়ির চালক। 

নিহতরা হলেন চরজুবলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলী আজমের ছেলে বাহার মাঝি (৬০) ও চর আমান উল্যাহ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩৮)। 

আহতরা হলেন উত্তর কচ্ছপিয়া গ্রামের নজির আহমদের ছেলে দুলাল হোসেন (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)। 

স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে সোনাপুর থেকে চরবাটার দিকে একটি খালি পাওয়ার টিলার যাচ্ছিল। পথে সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে পাওয়ার টিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সি মার্কেটের তৌহিদ স্টোরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় ওই দোকানের সামনে বসে চা খাওয়া অবস্থায় থাকা ছয়জনের মধ্যে চারজনকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাহার মাঝিকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য অপর আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জামাল উদ্দিন মারা যান। বাকি দুজনকে সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ঘটনায় ওই দোকানের একটি দেয়ালসহ সামনের অংশ ভেঙে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা। 

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পাওয়ার টিলারের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। তবে গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

পুলিশ পরিদর্শক আরও বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু