হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় দুটি মাছধরা ট্রলার ডুবিতে এক জেলের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১ 

প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে নোয়াখালী হাতিয়ার ইসলাম চরের কাছে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ইউছুফ মাঝি (৫০) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছে আবুল কালাম নামে আরও এক জেলে। এই ঘটনায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে জেলেরা। 

নিহত জেলে ইউছুফ মাঝি হাতিয়ার ২ নম্বর চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শগ্রামের মৃত মো. হোসেনের ছেলে। নিখোঁজ জেলে আবুল কালাম একই এলাকার মো. বাতেনের ছেলে। এ দিকে রোববার সন্ধ্যায় উদ্ধার হওয়া ইউছুফ মাঝির মরদেহ তাঁর গ্রামের বাড়ি চানন্দী ইউনিয়নের আদর্শগ্রামে দাফন করা হয়। 

দুর্ঘটনার কবলে পড়া চানন্দী ইউনিয়নের চম্পা ঘাটের ট্রলারের মালিক মিরাজ উদ্দিন জানান, শনিবার রাতে তাঁর মালিকানাধীন মাছধরা ছোট ট্রলারটি নদীতে মাছ শিকারে যায়। রোববার সকালে অন্য ট্রলারের লোকজনের মাধ্যমে সংবাদ পান ট্রলারটি নদীতে ডুবে গেছে। পরে অন্য ট্রলারের সহযোগিতায় ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করলেও আবুল কালাম নামে একজনকে পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, একই ঘাটের ইউছুফ মাঝির ট্রলারটিও একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে। অন্য ট্রলারের লোকজন ইউছুফ মাঝির ট্রলারের ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করে। এ সময় ট্রলারের মালিক ইউছুফ মাঝিকে পাওয়া যায়নি। পরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলে ট্রলারের কেবিনের মধ্যে ইউছুফ মাঝির মৃতদেহ পাওয়া যায়। 

এ দিকে সাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে স্থানীয় নদীতে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলো ঘাটে অবস্থান করছে। 

এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। মৃত জেলের মরদেহ দাফন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত জেলেকে আর্থিক সহযোগিতা করার প্রক্রিয়া চলছে। 

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান