হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় দুটি মাছধরা ট্রলার ডুবিতে এক জেলের মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১ 

প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে নোয়াখালী হাতিয়ার ইসলাম চরের কাছে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে ইউছুফ মাঝি (৫০) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে জেলেরা। সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছে আবুল কালাম নামে আরও এক জেলে। এই ঘটনায় ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে জেলেরা। 

নিহত জেলে ইউছুফ মাঝি হাতিয়ার ২ নম্বর চানন্দী ইউনিয়নের পশ্চিম আদর্শগ্রামের মৃত মো. হোসেনের ছেলে। নিখোঁজ জেলে আবুল কালাম একই এলাকার মো. বাতেনের ছেলে। এ দিকে রোববার সন্ধ্যায় উদ্ধার হওয়া ইউছুফ মাঝির মরদেহ তাঁর গ্রামের বাড়ি চানন্দী ইউনিয়নের আদর্শগ্রামে দাফন করা হয়। 

দুর্ঘটনার কবলে পড়া চানন্দী ইউনিয়নের চম্পা ঘাটের ট্রলারের মালিক মিরাজ উদ্দিন জানান, শনিবার রাতে তাঁর মালিকানাধীন মাছধরা ছোট ট্রলারটি নদীতে মাছ শিকারে যায়। রোববার সকালে অন্য ট্রলারের লোকজনের মাধ্যমে সংবাদ পান ট্রলারটি নদীতে ডুবে গেছে। পরে অন্য ট্রলারের সহযোগিতায় ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করলেও আবুল কালাম নামে একজনকে পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, একই ঘাটের ইউছুফ মাঝির ট্রলারটিও একই সময়ে দুর্ঘটনার কবলে পড়ে। অন্য ট্রলারের লোকজন ইউছুফ মাঝির ট্রলারের ৭ মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করে। এ সময় ট্রলারের মালিক ইউছুফ মাঝিকে পাওয়া যায়নি। পরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করলে ট্রলারের কেবিনের মধ্যে ইউছুফ মাঝির মৃতদেহ পাওয়া যায়। 

এ দিকে সাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে স্থানীয় নদীতে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলো ঘাটে অবস্থান করছে। 

এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। মৃত জেলের মরদেহ দাফন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত জেলেকে আর্থিক সহযোগিতা করার প্রক্রিয়া চলছে। 

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ