নোয়াখালীর কবিরহাটে অতিরিক্ত চাল মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। অভিযানে অতিরিক্ত চাল মজুত ও লাইসেন্স নবায়ন না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কবিরহাট উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেসার্স শরিয়ত ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, মেসার্স আহসান অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা ও মেসার্স আবদুল গোফরানকে ১০ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ূন কবিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।