হোম > সারা দেশ > নোয়াখালী

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত 

নোয়াখালী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের প্রভিন্সের স্ট্রেকস্প্রিট শহরের উজালা এলাকায় আবদুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ওই দেশের ডাকাতের দল। গতকাল শনিবার দিবাগত রাতে রহিমের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করা হয়।

নিহত আবদুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্য কালিকাপুর গ্রামের সেকান্দার মুন্সিবাড়ির আলী আহম্মদের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

আজ রোববার সকালে নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ১০ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান আবদুর রহিম। সেখানকার উজালা এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন তিনি। পরে সেখানেই বিয়ে করে স্ত্রী ও এক ছেলেসন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন। এ বছর ছুটিতে দেশে আসেন। ছুটি শেষে আগস্ট মাসে পুনরায় আফ্রিকায় ফিরে যান রহিম।

সেলিম মিয়া আরও বলেন, গতকাল রাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন রহিম। এ সময় সে দেশের কয়েকজন ডাকাত দোকানের ছাদের টিন কেটে প্রবেশ করে। পরে তারা আমার ভাইকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে দোকানের ভেতরেই আমার ভাই মারা যায়। ঘটনার সময় দোকান থেকে ডাকাতেরা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।’

আজ সকালে নিহতের গ্রামের বাড়ি বেগমগঞ্জে মৃত্যুর খবরে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন। রহিমের মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম