হোম > সারা দেশ > নোয়াখালী

গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে গণপিটুনিতে নিহত ‘১০ মামলার আসামি’

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনিতে মোশারফ হোসেন (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে রামপুরের মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা নিহত মোশারফ হোসেন (৪৩)। তাঁর বিরুদ্ধে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি। 

ওসি প্রণব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পুলিশ ও এলাকাবাসী বলছে, রামপুরের মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের পরিবারের লোকজন সেনবাগে তাদের আত্মীয়ের বাড়িতে ছিলেন। এই সুযোগে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চুরি করতে ২ থেকে ৩ জন সিঁধ কেটে তাঁর ঘরে প্রবেশ করে। পাশের ঘরে থাকা জুনায়েদ নামের এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে মোবাইলে জানায়। 

তিনি ঘরের সামনে এলে লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোশারফ হোসেনকে ধরে ফেলেন মিজান। এ সময় তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে মিজানের শরীরে ছুরি দিয়ে আঘাত করেন মোশারফ। মিজানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মোশারফকে বেঁধে পিটুনি দিলে ঘটনাস্থলে মারা যায় তিনি।

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান