হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে গরুর বাজারের হাসিল নিয়ে সংঘর্ষ, আহত ১০ 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি অস্থায়ী গরু বাজারের হাসিলের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার সিরাজপুর ইউনিয়নের বসুরহাট-কবিরহাট সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন গরুর বাজারে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতরা হলেন, নেয়ামত উল্যাহ (৫৫), আলা উদ্দিন (৪৫), মোরশেদ (১৯), পলাশ (৩৪), মাইন উদ্দিন (৩৮), কামাল (৫২), মিলনসহ (৪৫) কমপক্ষে ১০ জন। গুরুতর আহতদের মধ্যে নেয়ামত উল্যাহ ও আলাউদ্দিনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, অস্থায়ী গরু বাজারটি ইজারা নেন সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার নুর নবী ফারুক। বাজারে গরু বিক্রির পর হাসিল আদায়ের সময় ২টি গরুর স্থলে ৪টি গরু বিক্রি হয়েছে বলে হাসিলের টাকা দাবি করেন ইজারাদারের লোকজন। এ নিয়ে গরু ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা-তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ইজাদার মেম্বার ফারুক ও তাঁর লোক তুহিনের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় হামলাকারীদের লাঠিসোঁটার আঘাতে কমপক্ষে ১০ জন আহত হন। 

এ ঘটনায় আহত মিলন অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যানের উপস্থিতিতে আমার ভাইসহ কয়েকজনকে হামলা করে আহত করা হয়েছে। এ সময় হামলাকারীরা আমাদের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। বিষয়টি আমরা বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে অবহিত করে বিচার দাবি করেছি।’ 

এ বিষয়ে সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, ‘তুচ্ছ একটি ঘটনা ঘটেছিল। তা আমি মীমাংসা করে দিয়েছি।’ 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান