হোম > সারা দেশ > নোয়াখালী

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে নৌযোগাযোগ বন্ধ

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার একটি ঘাট। ছবি: আজকের পত্রিকা

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৩ নম্বর সতর্কসংকেত জারি করায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘাটে গিয়ে সব ধরনের নৌযানে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলীয় এলাকায় নিম্নচাপ অবস্থানের কারণে সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সকালে ৩ নম্বর সতর্কসংকেত দেওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিভিন্ন ঘাট কর্তৃপক্ষকে মোবাইল ফোনে কল করে যাত্রী পারাপার বন্ধ রাখতে বলেন। এর পর থেকে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী সি-ট্রাক ও বেসরকারি বিভিন্ন যারবাহনে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।

বন্ধ রয়েছে ঢাকা-হাতিয়া রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল। একইভাবে চট্টগ্রাম-হাতিয়া রুটে চলাচলকারী সরকারি জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে।

সকালে নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি অবস্থান করছে। সাগর খুবই উত্তাল রয়েছে।

হাতিয়ার ইউএনও আলাউদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যাত্রী পারাপার একেবারে বন্ধ থাকবে। এ ছাড়া নদীতে মাছ ধরার ট্রলারগুলোর মাঝিদের উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা