হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্যসহ আহত ২ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্যসহ দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের নেতা মো. দুলাল (৪৭) এবং হাসান (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা দুলাল পিঠে ও ডান হাতে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব জানান, গতকাল সন্ধ্যার দিকে আন্ডারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসিমের বাড়িতে একটি সালিস করতে যান দুলাল মেম্বার। সালিস শেষে রাতে তিনি ও হাসানসহ তিনজন মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মোটরসাইকেলটি বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। দুলাল গুলিবিদ্ধ হন। গুলি লাগে হাসানের গায়েও। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুলালকে ঢাকায় পাঠানো হয়।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা