হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষে আহত একজন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতে মোহাম্মদ হাজি বাড়িতে ও হাজারীহাট বাজারে গতকাল মঙ্গলবার রাতে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ওই এলাকার মো. সাইফুল ইসলাম খোকন, ফখরুল ইসলাম, মো. আবদুল হক, সেরাজুল হক, হালিমা খাতুন, বিবি কুলসুম, মো. বজলুল হক, ফারজানা আক্তার, মালেকা বেগম, রফিকুল ইসলাম বেলাল, মোহাম্মদ ইয়াছিন, মায়মুনা খাতুন, পেয়ারা বেগম, গিয়াস উদ্দিন ও ওমর ফারুক। আহত ফখরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় গিয়াস উদ্দিনের পরিবার ও খোকনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়। এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার হাজারীহাট বাজারে গিয়াস ও খোকনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে ফতে মোহাম্মদ হাজি বাড়িতে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান