হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে আরও ৩ জনের মৃত্যু

প্রতিনিধি

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর, সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জন। এদিকে জেলায় ৮২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। জেলা মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৬ জন। নতুন আক্রান্তের হার শতকরা ৩ দশমিক ৬৬ ভাগ। 

চলমান লকডাউনে চতুর্থ দফার আজ দ্বিতীয় দিন। লকডাউনে নোয়াখালী পৌরসভা, সদরের ৬টি ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়েছে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা, একলাশপুর ও মীরওয়ারিশপুর ইউনিয়ন। পৌর এলাকায় কঠোর লকডাউন চললেও ইউনিয়নগুলোতে কিছুটা ঢিলেঢালা। স্বাস্থ্যবিধি মানছেনা বেশির ভাগ মানুষ। 

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার আজ রোববার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে সদরে একজন, সুবর্ণচরে একজন ও চাটখিল উপজেলায় একজন রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৪১০ জন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতকরা ৬৮ দশমিক ৫১ ভাগ। আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ২৬৮ জন ও শহীদ ভুলু স্টেডিয়ামের অস্থায়ী কোভিড হাসপাতালে ভর্তি আছেন ৬৪ জন রোগী। 

এদিকে নোয়াখালী পৌরসভা ও ৬টি ইউনিয়নে চলমান লকডাউন কার্যকর করতে নিয়মিত অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। শহরের গুরুত্বপূর্ণস্থানে বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট। কয়েকটি ইউনিয়নের প্রবেশ মুখে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার দিনব্যাপী লকডাউনকৃত এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়ে ৫২টি মামলায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। 

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত