হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মধ্যরাতে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় মিজানুর রহমান (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

নিহত মিজানুর রহমান ওই এলাকার মোস্তাফিজুর রহমান চৌকিদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরচালক ছিলেন। গতকাল শনিবার রাত ১২টার দিকে চরকিং ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মধ্য বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাঁর ওপর হামলা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের মা-বাবা নেই। বাড়িতে আপন ভাই দুজন এবং একজন সৎভাই রয়েছেন। ট্রাক্টর দিয়ে মানুষের জমি চাষ করে জীবিকা নির্বাহ করতেন। গতকাল শনিবার রাতে বোয়ালিয়া হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মিজানকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করে বলেছেন, ট্রাক্টর চালানো ও জমি নিয়ে মিজানের সঙ্গে কিছু লোকের বিরোধ ছিল। এর জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস আজকের পত্রিকাকে বলেন, নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম