হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রবাসী নিহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ পিয়াস (২৮) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের চরজুবলি ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশের হুকু সওদাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিন মোটরসাইকেল আরোহী। 

নিহত মোহাম্মদ পিয়াস কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের পশ্চিম বাটইয়া গ্রামের বাবুলের ছেলে। তিনি সৌদি আরবপ্রবাসী ছিলেন। কয়েক মাস আগে পিয়াস সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। কয়েক দিনের মধ্যে আবার সৌদি আরবে যাওয়ার কথা ছিল তাঁর।

আহতরা হলেন সদর উপজেলার গোপাই এলাকার খোরশেদ আলমের ছেলে সোহাগ (২৪) ও কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের রহিম উল্যার ছেলে আনোয়ার হোসেন (২৩)। অপর একজনের পরিচয় জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে করে জেলা শহরে ফিরছিলেন সোহাগ ও আনোয়ার। সন্ধ্যা ৭টার দিকে তাঁরা ওই এলাকার আবুল হোসেন ডাক্তারের মসজিদের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন আরোহী আহত হন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে পিয়াস মারা যান। 

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম