হোম > সারা দেশ > নোয়াখালী

১০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১০ টাকার লোভ দেখিয়ে আট বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই উপজেলার এক কিশোরকে (১৪) রাতে চরজব্বার থানার পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আজ শুক্রবার অভিযুক্ত কিশোরকে জেলা আদালতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কিশোর অপ্রাপ্তবয়স্ক। সে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা। 

পুলিশ ও ভুক্তভোগী শিশু পরিবারের সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী শিশুর মা পাশের বাড়িতে যান। ভুক্তভোগী শিশুর বাবা ব্রিকস ফিল্ডে কাজ করেন। সেই সুবাদে অভিযুক্ত কিশোর প্রতিবেশী হিসেবে তাদের বাড়িতে যায়। বাড়িতে কাউকে না পেয়ে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক বাড়ির নির্জন রুমে নিয়ে নির্যাতন করে। ভুক্তভোগী শিশুর মা বাড়িতে এলে শিশুটি মাকে অভিযুক্ত কিশোরের নাম এবং ঘটনার কথা খুলে বলে। পরে মা পাশের বাড়ির লোকজন এবং স্থানীয় মেম্বার ও চৌকিদারকে ঘটনাটি অবহিত করেন। রাত ১টায় স্থানীয় মেম্বার ঘটনার বিষয়ে থানায় জানান। পরে গ্রাম পুলিশ গিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী শিশুকে অসুস্থ অবস্থায় প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরকে আসামি করে চরজব্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত কিশোরকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

বেগমগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত