হোম > সারা দেশ > নোয়াখালী

ভাসানচর ক্যাম্প থেকে পলাতক ৪৭ রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে পালিয়ে যাওয়া ৪৭ রোহিঙ্গা নাগরিককে স্বর্ণদ্বীপ থেকে আটক করেছে কোস্টগার্ড। আটক রোহিঙ্গাদের মধ্যে ২৫ শিশু, ১০ পুরুষ ও ১২ নারী রয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাদের ভাসানচর থানায় আনা হয়। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভাসানচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (ট্রিপলআরসি) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ট্রিপলআরসি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। 

আটক ব্যক্তিরা হলেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ২৫ নম্বর ক্লাস্টারের আবদুল হামিদ (৩২), শাহানা (১৭), মহছেনা (২৮), জান্নাত আরা (১১), ইসমত আরা (৬), সাদিয়া আক্তার (৪) ও শওকত আরা (৯ মাস), ২৪ নম্বর ক্লাস্টারের রহমত উল্যা (৩৫), রোজিনা (২৫), নুর বাহার (৭), নুর বানু (৪), কবির আহাম্মদ (২), সোনা আহাম্মদ (২৯) ও ওসমান (৯), ৬৫ নম্বর ক্লাস্টারের নুরু বেগম (৩০), আনছার উল্যা (২৬), সেনোয়ারা (২০) ও মিনু আরা (৩), ৪৭ নম্বর ক্লাস্টারের আমির হোসেন (৩০), নবীন সোনা (২৮), সৈয়দ নুর (১০), পারভিন আক্তার (৭), তাসমিন আরা (৫) ও সামছু আলম (৩৫), ৮ নম্বর ক্লাস্টারের ইমমান হোসেন মাহমুদ (১২), নয়ন (১৩), আছমা (৭), তাসকিন (২), পারভিন আক্তার (২০), নজরুল ইসলাম (৩০), আয়েশা বেগম (২৯), আবদুল্লাহ (৮), আবদুর রহমান (৬) ও জান্নাতুল ফেরদৌস (৩), ৫০ নম্বর ক্লাস্টারের জাহিদ হোসেন (২৭), নুরু বেগম (২২), হামিদ হোসেন (৯), কামাল হোসেন (৮), আছমা বিবি (৪), রিশমা বিবি (৩) ও রূপবাহান (৬৩), ২৭ নম্বর ক্লাস্টারের জয়নাল (৩২) ও মর্জিনা (৩০), ৪৮ নম্বর ক্লাস্টারের ইয়াছিন (২৫), হালিমা বেগম (১৭) ও ইয়াছমিন আক্তার (২) এবং ৬০ নম্বর ক্লাস্টারের মোহাম্মদ আলী (১৯)। 

পুলিশ জানায়, গত ৩ অক্টোবর রাতের কোনো একসময় দালাল চক্রের মাধ্যমে পালানোর উদ্দেশ্যে আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে একটি নৌকাযোগে বের হয়ে যায় ৪৭ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু বের হয়ে যায়। সোমবার ভোরে কৌশলে নৌকার মাঝি তাদের স্বর্ণদ্বীপে নামিয়ে চলে যায়। দুদিন ধরে সেখানে অবস্থান করার পর রোহিঙ্গারা বিষয়টি আশ্রয়ণে থাকা তাদের আত্মীয়দের জানালে তারা থানায় অবগত করে। 

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রোহিঙ্গাদের মাধ্যমে বিষয়টি জানার পর মঙ্গলবার রাতে তাদের উদ্ধারে স্বর্ণদ্বীপে যায় কোস্টগার্ড। কিন্তু রাতে জোয়ার না থাকায় কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে। পরে গভীর রাতে স্বর্ণদ্বীপ থেকে তাদের উদ্ধারের পর আটক দেখিয়ে বুধবার ভাসানচর থানায় হস্তান্তর করা হয়। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে ট্রিপলআরসি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান