হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে পূজা চলাকালীন মন্দিরে ঢিল নিক্ষেপ, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূজা চলাকালীন জগন্নাথ মন্দিরে ঢিল নিক্ষেপের অভিযোগে ইউসুফ নবী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আজ বুধবার সকালে মন্দিরের কেয়ারটেকার (রক্ষণাবেক্ষণ) নির্মল চন্দ্র দে বাদী হয়ে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তার হওয়া ইউসুফ নবী জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জব্বার গ্রামের কাঞ্চন বাজার এলাকার আলী আজমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বসুরহাট বাজারের কালামিয়া ম্যানশন এলাকায় অবস্থিত জগন্নাথ মন্দির কমপ্লেক্সে হরি সেবা পূজা চলছিল। পূজায় শত শত ভক্ত উপস্থিত ছিলেন। পূজা চলাকালে মন্দিরের পার্শ্ববর্তী একটি বহুতল ভবন থেকে একজন ব্যক্তি একাধিকবার পূজাস্থান লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে। এ সময় পাশের একটি ভবন থেকে ঘটনাটি ভিডিও করে কয়েকজন। পরবর্তীতে তারা স্থানীয় লোকজনকে ডেকে ওই ব্যক্তিকে আটক করে। মন্দিরের নির্মাণকাজ চলায় ভবনের ওপরে ত্রিপল বিছানো থাকায় তাঁর ছোড়া ঢিলগুলো পূজারস্থলে না পৌঁছোয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় নির্মল চন্দ্র দে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ