হোম > সারা দেশ > নোয়াখালী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

দক্ষিণ আফ্রিকার বলুম পয়েন্টে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে নোয়াখালীর সেনবাগের ইটবাড়িয়া গ্রামের সফিকুর রহমানকে (৪২) সন্ত্রাসীরা হত্যা করেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত সফিক সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে।

জানা গেছে, নিজ ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সময় সফিককে পেছন থেকে সন্ত্রাসীরা হামলা করে। পরে সংঘবদ্ধ সন্ত্রাসীরা ব্যবসায়ী সফিকুরের নাকে ও মুখে টেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। সকাল ১০টায় আফ্রিকান পুলিশ নিহত সফিকুর রহমানের মৃতদেহ থানায় নিয়ে যায়। 

আজ বুধবার সকাল ১০টায় নিহতের কন্যা পপি আক্তার আজকের পত্রিকাকে জানান, ২০১৫ সালে তাঁর বাবা দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি ব্যবসা করতেন। সেখানকার কালো সন্ত্রাসীরা বারবার চাঁদা নিত। 

গতকাল মঙ্গলবার সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গেই সাত-আটজন সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় তাঁর বাবাকে পেছন থেকে আক্রমণ করে এবং মুখে ও নাকে টেপ লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে। নিহত সফিকুরের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। 

সমাজকর্মী জামাল হোসেন কচি জানান, ৫ সেপ্টেম্বর রোববার নিহতের বড় ভাই আবদুল জলিল অসুস্থ হয়ে ঢাকায় ইন্তেকাল করেন। তিন দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারসহ স্বজনদের মধ্যে চলছে মাতম। 

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু