হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্কর ছিদ্দিক ওরফে লিটনকে (২৮) গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। সোমবার রাতে জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালের দিকে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে। 

জানা গেছে, গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক সুবর্ণচর উপজেলার চর বাটা ইউপি’র চরবাটা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। 

পুলিশের ভাষ্য, ২০০৬ সালে আবদুল হালিম নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি মামলায় উল্লেখ করেন তাঁর বড়ভাইয়ের ছেলের হাত বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টা করেন লিটন। বর্তমানে ভিকটিম ও মামলার বাদী যুক্তরাষ্ট্রে বাস করছেন। লিটন দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান পরিবর্তন করে আসছেন। চরজব্বার থানা-পুলিশের কাছে তথ্য আসে লিটন মাইজদী বড় মসজিদ এলাকায় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ২০০৬ সালের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর ছিদ্দিককে গ্রেপ্তার করা হয়। তিনি ১১ বছর ৩ মাস সাজা ও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের সাজা নিয়ে দীর্ঘদিনের পলাতক ছিলেন। আসামিকে আদালতে সোপর্দ করা হবে। 

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬