হোম > সারা দেশ > নোয়াখালী

ইরাকে গুলিতে নিহত বাংলাদেশি যুবক, মরদেহ আনা নিয়ে সংশয়ে স্বজনেরা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ইরাকের বাগদাদে দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ দেশে আনা নিয়ে সংশয়ে স্বজনেরা। একাধিকবার বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। তিন দিন ধরে ইরাকের একটি হাসপাতালের মর্গে পড়ে আছে মরদেহটি।

নিহত মো. নিরভের (২৪) বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। তিনি হাতিয়ার চানন্দী ইউনিয়নের নলেরচর থানারহাট এলাকার জামাল হোসেনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট নিরভ। গত মঙ্গলবার বাংলাদেশ সময় অনুযায়ী রাত ৮টার দিকে ইরাকে দুর্বৃত্তদের গুলিতে মারা যান তিনি।

নিহতের বড় ভাই থানারহাট বাজারের ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন, নিরভ মারা যাওয়ার পর তাঁর সঙ্গে থাকা লোকজন পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র ইরাকে বাংলাদেশ দূতাবাসে জমা দিয়েছেন। কিন্তু দূতাবাসের লোকজন আন্তরিকভাবে দেখভাল করছেন না। অন্যদিকে, নিরভ যে প্রতিষ্ঠানের হয়ে ইরাকে কাজ করতেন, তারাও সহযোগিতা করছেন না। এখন তারা বাংলাদেশে ইরাকের দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করছেন।

রিয়াজ উদ্দিন আরও বলেন, নিরভের মারা যাওয়ার সংবাদ পেয়ে মা সকিনা খাতুন তিন দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। মাঝেমধ্যে জ্ঞান ফিরে এলে ছেলের মরদেহ দেখার আকুতি জানাচ্ছেন। 

নিহতের স্বজন মো. ইলিয়াছ বলেন, চার বছর আগে কাজের সন্ধানে ইরাকে যান নিরভ। পরে বাগদাদ শহরের একটি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিকের কাজ নেন। গত মঙ্গলবার রাতে ওই প্রতিষ্ঠানের ছয় শ্রমিকসহ নিরভ বাগদাদের আবদুল কাদের জিলানী (রা.) কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারত করে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কর্মস্থলে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যাস নিরভ। 

মো. ইলিয়াছ আরও বলেন, পরিবারের পক্ষ থেকে বিয়ের কথাবার্তা হওয়ায় এক বছর পর দেশে আসার কথা ছিল তাঁর। ইরাকে থাকা এলাকার লোকজনের মাধ্যমে নিরভের মরদেহ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। তাঁর মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার। 

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। নিহতের স্বজনদের একটি আবেদন দিতে বলেছি। সেই আবেদনটি আমরা জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাব। সেখান থেকে সহযোগিতা নিয়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।’ 

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান