হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ১ যাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশায় থাকা ফখরুল ইসলাম (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার সকালে জেলা সদরের চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের মধ্যম চরউরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলম মিয়ার ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকাবাসী জানিয়েছে, সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে রামগতি থেকে সোনাপুর বাজারে যাছিলেন ফখরুল ইসলামসহ কয়েকজন। সকাল সাড়ে ৮টার দিকে তাঁদের অটোরিকশাটি মন্নাননগর চৌরাস্তা পার হয়ে নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ